রাধারমণ দত্ত রচিত গান নং ৭৪২

মনের দুঃখ রইলো মনে আমার এ দেশে দরদি নাই
সই গো বন্ধুরে যদি পাই ।।
সই গো সই তোমার পিরীতের জন্য পুড়ে হইলাম ভস্ম ছাই
আন তো কাটারী ছুরি বুক চিরি তোমারে দেখাই ।
সই গো সই জন্মিয়া কেন না মরিলাম, বেঁচে আর সাধ নাই
ক্ষুধা তৃষ্ণা নাই মনেতে চক্ষে আর নিদ্রা নাই ।
সইগো সই তোমার পিরীতের জন্য ছাড়িলাম বাপ মাই
আমি ডাকি প্রাণবন্ধুরে বন্ধের বুঝি দয়া নাই?
ভাবিয়া রাধারমণ বলে ও দেশে দরদি নাই
অন্তিমকালে দয়াল গুরু চরণতলে দিও ঠাই ।