রাধারমণ দত্ত রচিত গান নং ৩১৬

আমি কেন গেলাম জলের ঘাটে জল আনতে গো প্রাণ সজনী ।
কি আচানক রুপের ছটক গো ও যেমন সৌদামিনী ।।
নামরুপ বাঁশির গানে দরদ পরাণে সেই অঙ্গে পরশ হইলে
ও সখি কি হইবে না জানি
তিন পুরুষের হয়না রতি একা হইলেম প্রাণি
আমি কারে ভজি কারে ত্যেজি গো ও বিশখে
বল গো সখি প্রাণ সজনী ।
নব অনুরাগের ভরে হইলেম উন্মাদিনী
তিন পুরুষ নয় এক পুরুষ হয়
ও সখি বলিতেছে রাধারমণী ।।