যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া, যাই যাই বলিও না ।
যাবার কথা শুনিলে অবুঝ প্রাণে ধৈর্য্য মানেনা রে প্রাণনাথ ।
পুরুষ কঠিন হিয়া নারীর বেদন তো জানেনা ।
নারী হইলে জানিতে পারো বিচ্ছেদের যন্ত্রণা ।।
দয়াময় নামটিরে বন্ধু জগতে ঘোষণা ।
কাতরে কয় রাধারমণ নামে কলঙ্ক রাখিও না ।।