রাধারমণ দত্ত রচিত গান নং ৩৩৯

ঐ শোনো বংশী ঘাটে বংশীনাটে শ্যাম নটবর সই ।।
শুনি বংশীধ্বনি কূলকামিনী আমরা উন্মাদিনীর মত হই ।।
কি দিয়ে সৃজিলো বিধি এমন অমিয়া নিধি
মনপ্রাণ হরিয়া নিলো বলবুদ্ধি
উন্মাদিনীর মতো আমি আর কেমনে গৃহে রই ।।
তরা যে যাবে জলে চল যাই কুতুহলে মন উদাসী
শ্যামের বাঁশি লাগিলো কানে
প্রাণ লইয়া মোর টান দিয়াছে আমি বাঁশির জ্বালা কত সই ।।
শোনগো বিশাখা কি যায় প্রাণ রাখা
অন্তরে গরল বাঁশি অমৃত ঢাকা ।
শ্রীরাধারমণে ভনে বাঁশির কাছে গেলে প্রাণ বাঁচে সই ।।