রাধারমণ দত্ত রচিত গান নং ৯২৩

জয় গৌরার নামে বাদাম তুলি দেও ডঙ্কায় বাড়ি
বিপদকালে নাম জপ শ্রীগৌর হরি।।
গৌরা তোর কৌপিন ধারণ করি হরিনাম বিলাইছে
দয়া করি সঙ্গে নিবায় পারে যাইবার কালে
ও মাঝি রে অকুলে ধইরাছ পাড়ি তুফান উইঠাছে
এই নিবেদন রক্ষা কর পারে যাইবার কালে।
ভাইবে রাধারমণ বলে গৌর তোমার চরণে পড়ি
অন্তিমকালে চরণধূলি দিও দয়া করি।।