রাধারমণ দত্ত রচিত গান নং ৭৭১

সজনি আমি পাই না ধৈর্য ধরিতে
শ্যাম পিরিতে করিয়াছে উদাসিনী।
হয়রে বন-পোড়া হরিণীর মতন
জ্বালায় জ্বলিয়া মরি।।
সখী, তোরা কইরে গো মন্ত্রণা
শ্যাম বিচ্ছেদে প্রাণ বাঁচে না, সহে না।
সাধ কইরে মনপ্রাণ সপিলাম
হইয়াছিলাম কলঙ্কিনী।।
ভাইবে রাধারমণ বলে,
প্রেম কথাটি রইল গোপনে জগতে
ওয়রে, মরণ জীওন সমান
কৃষ্ণ প্রেমের কাঙালিনী।।