চন্দ্রার কুঞ্জে বৃন্দা দূতী শ্যামচান্দের উদ্দেশে যায় ।
কও গো চন্দ্রা সত্য করি রাধার বন্ধু রহিলো কোথায় ।।
সোনা না হয় রুপা না হয় অঞ্চলে বান্ধিয়া রাখতাম ।
পরাণ বন্ধু চুরি করি কতদিন সামলাই থাকতাম ।
ভাইবে রাধারমণ বলে ইহা চন্দ্রার উচিত নয় ।
ডিক্রি জারির আসামীরে ধরিয়া নিবো রাই কোথায় ।।