শ্যাম বরণ বংশীবদন হেরলে নয়ন ফিরে না
ও গৃহে রব না
একদিন দেইখাছি যারে সুরধনীর কিনারে
তারে দেখছি অনে লাগছে মনে
পাশরিতে পারি না, গৃহে রব না
কদম্ব ডালেতে বসি বাজায় শ্যাম দিবানিশি
শ্যামের চূড়ায় করে ঝিলমিল ঝিলমিল
বাঁশিয়ে বলে জয়রাধা
ভাইবে রাধারমণ বলে কথা রাইখো এ চরণে
আমি শ্রীচরণের হব দাসী মনে ছিল কামনা,
ও গৃহে রব না।।