যাও গো দূতী পুষ্পবনে পুষ্প তুলো গিয়া
আমি সাজাইতাম বাসর শয্যা প্রাণবন্ধুর লাগিয়া ।।
কাঁচা কাঞ্চন পুষ্প আন গো তুলিয়া
আন টগর মালী সন্ধ্যামালী বকফুল ভরিয়া ।।
বিকশিত ফুলের মধু হই গেলো তিতা
কোন প্রাণে গেলো বন্ধু পন্থহারা হইয়া ।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
অবশ্য আসিবা বন্ধু ফুলের মধু খাইয়া ।।