রাধারমণ দত্ত রচিত গান নং ৯৪৮

বন্ধু আইলায় না আইলায় না আইলায় না রে
দারুণ কোকিলার রবে বুক ভাসিয়া যায় রে।
এক প্রহর রাত্র বন্ধু আউলাইল মাথার কেশ
বন্ধু আসিলে বলি ধরি নানান বেশ।।
দুই প্রহর রাত্র বন্ধু বাটা সাজাইল পান
বন্ধু আসিবে বলে পাইলাম অপমান।
তিন প্রহর রাত্র বন্ধু গাছে ফুটল ফুল
নিশ্চয় জানিও বন্ধু গন্ধে ব্যাকুল।।
চাইর প্রহর রাত্র বন্ধু সাজাই ফুলের শয্যা
বন্ধু আসিবে বলি পাইলাম বড় লজ্জা।
পঞ্চপ্রহর রাত্র বন্ধু শীতল বাতাস বয়
নিশ্চয় জানিও বন্ধু তুমি আমার নয়।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
অভাগিনী চাইয়া রইছি পন্থ নিরখিয়া।।