শ্যাম বিচ্ছেদে প্রাণ বাঁচেনা মইলো গো রাই কাঞ্চাসোনা।। ধু।।
আমি রাইয়ের বৃন্দাদূতী তোমায় নিতে আসিয়াছি
যাবে কি না যাবে বলো না
রাধার দেইখে আইলাম দশম দশা দেহেতে প্রাণ আছে কিনা।
নন্দরানী কেন্দে অন্ধ হারাইয়ে প্রাণ গোবিন্দ
নন্দরাজা নয়ন মেলে না
ব্রজের গাভীগুলি তৃণ খায় না ফুলেতে ভ্রমর বসে না।
মথুরাতে হইয়ে রাজা কুবজার সনে ভালবাসা
রাধার কথা কিছুই মনে নাই
রাধারমণ বলে বৃন্দাবনের কিছুই তো স্মরণ হয় না।।