সখি যাও গো মথুরায়
আমার খবর কইও গিয়া রসিক বন্ধু কালিয়ায় ।।
নেওগো প্রেমের মালাখানি প্রেমফুল গাঁথছি তায়
আমার কথা কইয়া মালা রাখিয়া দিও বন্ধের পায় ।
বন্ধে যদি না চিনে গো কইও কইও আমার দায়
তোমার প্রেমের প্রেমিক একজন প্রেম জ্বরে মারা যায় ।
বিনয় করি কইও বন্ধে ওগো প্রভু শ্যামরায়
রাধা নামে তোমার প্রেমিক সদায় কান্দে উভরায়
কান্দি কান্দি কাল কাটায় মতি নাই আহার নিদ্রায়
মরার আগে একবার তোমায় দুই নয়নে দেখতে চায় ।
কইও কইও বন্ধের কাছে যদি বন্ধের মন চায়
জীবনে না পাইলে দেখা মইলে রাধারমণ চায় ।।