শ্যামকালিয়া সুনাবন্ধু রে তুমি আমার আদরের ধন
তুমি আমার আমি তোমার জানে সর্বজন।।
কত কোটি আরাধনায় যে বন্ধু পাইয়াছি তোমারে
এস আমার হৃদমাঝারে কর প্রেমজ্বালা নিবারণ।
তুমি যদি ছাড় বন্ধুরে আমি না ছাড়িব
তোমার চরণ ধরি ত্যেজিব পরান।।
ভেবে রাধারমণ বলে রে শান্ত কর মন
তোমারে লইয়া কোলে হয় যেন মরণ।।