রাধারমণ দত্ত রচিত গান নং ৩৮৮

কে যাবে গো আয় সখি ধীর সমীর বনে ।।
মনোচোরা প্রাণের হরি যাবে যমুনা পুলিনে ।।
সংকেত মুরলীর ধ্বনি শ্যাম জানে আর আমি জানি
হইয়ে উন্মাদিনী নইলে যাবো একাকিনী শ্যাম দরশনে ।।
পাখা নাইলে প্রাণপাখি ঘুরতেছো পিঞ্জিরায় থাকি
আমার মনকে বুঝাইয়া রাখি সে যে প্রবোধ না মানে ।।
কাল হইলো কালিয়ার বাঁশি কুলবধূর প্রাণ টানে লাগাইয়া রশি
রাধারমণ বলে অভিলাষী ঐ রাঙা চরণে ।।