আয়গো সখি কে কে যাবে কদম্বতলায়
ডালে বইসে চিকনকালায় মুরলী বাজায় ।।
যে শোনে বাঁশির গান থাকেনা তার কূলমান
নাম শুনে দৌড়ে চলে গাছের তলায় ।
বন্ধের গলে দিয়ে মালা পড়ে থাক চরণতলা
কত রঙ্গে করে খেলা দেখলে বোঝা যায় ।
উপরে গাছের মূল শিকড়ে ধরিয়াছে ফুল
সেই গাছে বন্ধের বাসা আদম পুরায় ।
রাধারমণ প্রেমে মরা ধরাধরি নেও গো তোরা
ধরি তোরা ফেলে আসো শ্যামবন্ধের রাঙা পায় ।।