রাধারমণ দত্ত রচিত গান নং ৩২১

আয়গো সখি কে কে যাবে কদম্বতলায়
ডালে বইসে চিকনকালায় মুরলী বাজায় ।।
যে শোনে বাঁশির গান থাকেনা তার কূলমান
নাম শুনে দৌড়ে চলে গাছের তলায় ।
বন্ধের গলে দিয়ে মালা পড়ে থাক চরণতলা
কত রঙ্গে করে খেলা দেখলে বোঝা যায় ।
উপরে গাছের মূল শিকড়ে ধরিয়াছে ফুল
সেই গাছে বন্ধের বাসা আদম পুরায় ।
রাধারমণ প্রেমে মরা ধরাধরি নেও গো তোরা
ধরি তোরা ফেলে আসো শ্যামবন্ধের রাঙা পায় ।।