রাধারমণ দত্ত রচিত গান নং ৬৩৬

ও রাই কীসের অভিমান গো শ্যাম আসিয়াছে কুঞ্জবনে ।।
বিরস বদনে শ্যাম দাড়ায় কুঞ্জবনে
নয়ন তুলিয়া চাও পিয়ারী বন্ধুয়ার পানে
গাঁথিয়া মালতীর মালা অতিশয় যতনে
শ্যাম চান্দের গলে দেও আনন্দিত মনে ।
ভাবিয়া রাধারমণ বলে মিনতি বচনে
শ্যামচান্দে বিনয় করইন ধরিয়া চরণে ।।