রাধারমণ দত্ত রচিত গান নং ৪১৫

তরুমূলে শ্যামরুপ হেরিলাম তরুমূলে ।
নবীন মেঘেতে যেন সৌদামিনী জ্বলে ।।
শিরে চূড়া সিঁথি পাখা কি আচানক যায় গো দেখা
দাড়াইলো ত্রিভঙ্গ বাঁকা বনমালা গলে ।।
শ্যামরুপের নাই তুলনা ভুবনমণ্ডলে ।।
শ্যামরুপে নিলো আঁখি মন হইয়াছে চাতক পাখি
আমার প্রাণ কান্দে থাকি থাকি রাধারমণ বলে ।