ও বন্ধু কঠিন হৃদয় কালিয়া
প্রেম কইলাম তার মর্ম না জানিয়া ।
এগো এখন বন্ধে প্রাণে মাইলো
বিশখা প্রেম শিখাইয়া ।।
আর আগে যদি জানতাম গো এমন
ও সই, পিরীতে মন দিতামনা কখন ।
এগো এখন বন্ধে ছাড়িয়া গেলো
কিনা দোষ জানিয়া ।।
আর নতুন প্রেমে নতুন প্রেমে নতুন গো কালা
ও সই নতুন প্রেমে দিলো গো জ্বালা ।
ও জ্বলা সইতে গেলে
উঠে দ্বিগুণ হইয়া ।।
আর ভাইবে রাধারমণ বলে
বন্ধের পুর্বের কথা নাই তার মনে ।
এগো পুর্বের কথা মনে হইলে
আমায় না যায় ছাড়িয়া ।।