তুমি বন্ধু রসিক সুজন
তোমায় পাইবার আশে ঘুরিতেছি বনে বন ।।
মাঝে মাঝে উকি দিয়া আমার মন নেও হরিয়া
সব কিছুতে তুমি বোঝো বোঝোনা নি আমার মন ।
তোমার প্রেমরসের বাণী কেবল লোকের মুখে শুনি
এ জগতে আর কেউরে না দেখি তোমার মতন ।
তোমারে পাইবার লাগি মনে দঢ়ো আশা রাখি
তুমি থাকো দিয়া লুকি পাইলাম না তোমার চরণ ।
পুরিলো না মনের আশা আমি পাপী কর্মনাশা
পুরিবো নি আমার আশা থাকিতে এ ছার জীবন ।
ভাবিয়া রাধারমণ বলে দিন যায় মোর অবহেলে
কামরসে মগ্ন হয়ে নাশ কইলাম মানব জীবন ।।