রাধারমণ দত্ত রচিত গান নং ২০৯

গৌরচাঁন্দ বিনে আর করুণা পাথার, আর কি হবে ভবে ।।
সংকীর্তণ ছলে হরি হরি বলে প্রেমে জগৎ ভাসায় আপনি ডুইবে ।।
মন্ত্র মহৌষধি সিঞ্চে নিরবধি পাপীতাপী আর কি রবে ।
দেখি জীবের দুঃখ, ত্যাজি নিজ সুখ, যাচিয়া প্রেম বিলায় জীবে ।।
চৌদ্দ মন্বন্তরে কতই যুগান্তরে নিত্যলীলা ভবার্ণবে ।
ধন্য কলিকালে সুরধুনীর কূলে, মানুষলীলা রাধা ভাবে ।।
পাতকী নিস্তার চৈতন্য অবতার, বুঝা গেছে অনুভবে ।
শ্রীরাধারমণ করে আকিঞ্চন, আমায় কৃপা হবে কবে ।।