রাধারমণ দত্ত রচিত গান নং ৩০৭

আমার একি হইলো জ্বালা
দেইখে আইলাম শ্যাম চিকন কালা
এগো আমি দেইখে আইলাম কেলি কদমতলা ।।
কুক্ষণে গিয়াছিলাম জলে কালিন্দীর যমুনার জলে
এগো আমার রইয়া রইয়া উঠে মদনজ্বালা
শুইয়া থাকি স্বপ্নে দেখি প্রাণ বন্ধুয়ার কোলে বসি
এগো আমার গলে কদম মালা ।।
ভাবিয়ে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
আমি আর কত সই কূলের কুলবালা ।।