বৃন্দে তুই সে প্রাণের ধন
আমায় নি করাবে বন্ধু কৃষ্ণ দরশন ।
এপাড়ে বন্ধুয়ার বাড়ি মধ্যে ক্ষীরোদ নদী
উড়িয়া যাইবার সাধ করে পাখা না দেয় বিধি ।।
আর আঙুল কাটিয়া কলম দোয়াত করলাম আঁখি
আমার হৃদপদ্ম কাগজের মধ্যে বন্ধুর সংবাদ লিখি ।।
বন্ধনী করিয়া কি করি তারে নিশানা
কার কুঞ্জতে শোনা যায় তার মুরলী বাজনা ।।
আর ভাইবে রাধারমণ বলে শোন বদনী রাই
আসবে গো তোর প্রাণবন্ধু নাগর কানাই ।।