রাধারমণ দত্ত রচিত গান নং ৬৮৫

কাজলবরণ পাখি গো সই ধরিয়া দে ।
ধইরা দে ধইরা দে আমার কাজল বরণ পাখি দে গো ধরিয়া ।
সোনার পিঞ্জিরায় গো পাখি রুপার টাঙুনী
গলে শোভে শ্যামলবরণ পিঞ্জিরায় ডালুনী ।।
একদিন পালছিলামরে পাখি দুধকলা দিয়া
যাইবার কালে নিষ্ঠুর পাখি গেলো বুকে শেল দিয়া ।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
আমারে ছাড়িয়া গেলো প্রাণনাথ কালিয়া ।।