ললিত লাবণ্যরুপে দেখা দাও হে বংশীধারী
আমায় এমনিভাবে মুগ্ধ করে স্বপ্নে যেন না পারি ।
ওহে ত্রিভঙ্গ বাঁকা গলে ত্রিবলী রেখা
আমার হৃদয় মাঝে থাকুক আঁকা
মদন মোহন রুপ মাধুরী ।।
যেমন মেঘের কোলে সৌদামিনী খেলে
তেমনি হৃদ আকাশে শ্যামের কোলে নৃত্য করো রাইকিশোরী ।।
আমার মনবিহঙ্গ সদায় করে রঙ্গ
রসরঙ্গে শ্যাম এভঙ্গের অপাঙ্গে নিজ অঙ্গ হেরি ।।
ওহে রাধারমণ হৃদে কর রমণ
রমণের মন করো রমণ
সদা যেন এ রসে সাঁতারি ।।