রাধারমণ দত্ত রচিত গান নং ৮৩১

দেহার সুখে কেন প্রেমের মরা মরলেম না
প্রেমের মর্ম জানলেম না।।
মরা হইয়ে অধর ধরা, রসিকের ভাব শিখলেম না।।
কাম ক্রোধ লোভ মোহ রিপু ছয়জনা
ছয়জনা ছয়দিকে টানে মাঝির টিপ মানেনা।।
মেঘের আশে চাতকিনী বৈসে থাকে একমনা
প্রাণ যদি যায় জল পিপাসায় অন্য জল পান করে না।।
কালাচান্দ রসমোহন তিলকচান্দ ঠিকানা
প্রভু রঘুনাথের প্রেমের কারণ রাধারমণ সাধলে না।।