আর আমি যাবোনা সইগো কালিন্দীর জলে
নন্দের সুন্দর মদনমোহন বাঁশি বাজায় কদমতলে ।
একদিন জলের ঘাটে কালায় মোরে ধরলো হাতে প্রাণসজনী
নিষেধ বাধা নাহি মানে লম্ফ দিয়া ধরলো গলে ।
পথের মাঝে বাঁকাঝুরি দেখে আইলো কালননদী, প্রাণসজনী
আমার নিদাগেতে দাগ লাগাইলো বসন লইয়া উঠলো ডালে ।
ভাইবে রাধারমণ বলে শোনগো তোমরা সকলে
জলে গেলে মান থাকেনা আর কেউ যাইও না জলে ।।