রাধারমণ দত্ত রচিত গান নং ৫৬৯

পিরীতে হারিলাম মান কুল গো সই
এখন আমি আর যাবো কই ?
সাধ করে কলঙ্কের ডালি হস্তে তুলি মাথে লই
চুন খাইয়ে মুখ জ্বালিয়ে মইলাম ভেবেছিলাম খাসা দই ।
জগতে কলঙ্কী বলুক তাতে মুই লজ্জিত নই
নিন্দার বোঝা মাথে লইয়া যদি বন্ধের দাসী হই ।
যার লাগি উদাসী হইলাম সে বা কোথা আমি কই
জগতে কলঙ্ক রইলো দুঃখ আমি কেমনে সই ।
কৃপা করি বলগো তোরা বিনয় করি প্রাণসই
উদাসী হইয়া ফিরি প্রাণবন্ধু বলগো কই ।
তাতে কোনো দুঃখ নাই যদিও কলঙ্কী হই
জন্মে জন্মে যদি জন্মি প্রাণবন্ধের দাসী হই ।
ভাবিয়া রাধারমণ বলে এখন যাবো কই
সয়াল সংসার ঘুরি বন্ধের নামে উদাসী হই ।।