ও বিশখা সই গো, কই গো আমার মনমোহন কালিয়া ।
ও আমায় শান্ত করো প্রাণনাথ আনিয়া ।।
আর বাসর শয্যা ত্যাজ্য করি
আমরা বসে ছিলাম সব নারী ।
আমায় শান্ত করো জলধারা দিয়া ।।
আর চুয়া চন্দন ফুলের মালা
রাখিয়াছিলাম যত্ন কইরা ।
ওয়রে নতুন যৈবন দিতাম আমার সুস্বামী ডাকিয়া ।।
আর ভাইবে রাধারমণ বলে আমি ঠেকছি রে কালিয়ার প্রেমে
আমায় গেলো অননাথ করিয়া ।।