রাধারমণ দত্ত রচিত গান নং ৯১৮

অয় গো সখী অন্যে জানে কেমনে
গৌরপ্রেমের ঢেউ উঠিয়াছে যার মনে।।
সে তো অধর চান গৌরা
তারে ধরতে গেলে না দেয় ধরা
অয় গো সখী ধরা দেয় রে আপনে।।
সে তো তোর কৌপীনধারী পিরিতের ভিখারী
গোপীর মন করল চুরি
সে যে রাধা রাধা রাধা বইলে
ধারা বয় দুই নয়ানে
গৌরপদে মজাও রে মন কয় শ্রীরাধারমণে।।