রাধারমণ দত্ত রচিত গান নং ৫১১

শ্যাম জানি কই রইলো গো
শ্যামরুপে মন নিলো প্রাণ নিলো ।
নিলো কোন সন্ধানে গো ।
শ্রীকৃষ্ণ বিচ্ছেদে আনল জ্বলিয়া উঠিলো ।
প্রেম সায়রে মাঝে বন্ধে ডুবাইয়া মারিলো
রুপ পানে চাইতে চাইতে রুপ নিহারিলো
বিজলী চটকের মতো দেখা দি লুকাইলো
ভাইবে রাধারমণ বলে কি হইলো কি হইলো
একবার আইন্যা দেখাও শ্যামরে
প্রাণী গেলো প্রাণ গেলো ।।