দয়াল হরি তুমি বিনে জীবের দুখ আর কে বুঝিবে ।।
হরি দীনবন্ধু কৃপা সিন্ধু বিন্দু দানে কি শুকাবে ।।
আমার যাওয়া যাদের সঙ্গে পথে দিলো ভঙ্গ সবে
জীর্ণ তরী তুফান ভারী ঘুরবে ফিরি ভবার্ণবে ।।
না জানি সাঁতার নাই কর্ণধার অগাধ জলে মরি ডুবে ।।
জীব সংশয় বিপদ সময় রাতুল চরণ দিতে হবে
করলে বঞ্চন শ্রীরাধারমণ দয়াল হরি নামেতে কলঙ্ক রবে ।।