রাধারমণ দত্ত রচিত গান নং ৪৯১

যাবে নিগো এগো সখি ধীর সমীর বনে
মনে করি প্রাণের হরি যমুনা পুলিনে ।
সংকেতে মুরলীর ধ্বনি নইলে যাবো একাকিনী
শ্যামের সনে ।
পাখা নাই যে কীসের পাখি
ঝুইরতেছে পিঞ্জিরায় থাকি
আর কত বুঝাইয়া রাখি
পাখি প্রবোধ না মানে ।
কাল হইলো কালিয়ার বাঁশি
কুলবধূর কুলবিনাশী লাগাইলো বরশি
ঐ চরণের অভিলাষি কহে শ্রীরাধারমণে ।।