এই আসরে এসে কর দয়া গো রাধা বিনোদিনী একবার যুগলবেশে দাড়াও এসে নিরখি জুড়াই প্রাণি তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি রাধা কানু তুমি রাধা আদ্যশক্তি চৈতন্যরুপিনী।। ভাইবে রাধারমণ ভনে এই বাসনা মনে মরণকালে দয়া করে দিও চরণতরী।।