রাধারমণ দত্ত রচিত গান নং ৬৮৯

কি বুঝাও আমারে গো আর কি গো মন মানে ।
ঠেকিয়াছি পিরীতের কাছে মনপ্রাণ সদাই টানে ।।
অবলার বিচ্ছেদের জ্বালা অন্যেতে না জানে
জল ছাড়া মীনের জীবন রহিবে কেমনে
পূর্বের কথা প্রাণনাথ পাশরিলো মনে
কদম্বতরুয়া তলে ছিলো কথা দুজনে ।।
কইও দুঃখ বন্ধুর কাছে রমণ মইলো পরাণে
ওগো ত্বরা কইরে যা গো বৃন্দে প্রাণনাথ যেখানে ।।