বন্ধু বিনে এ জগতে কে আছে মোর আপনা সময় থাকতে তারে চিনলাম না ।। সখি গো যৌবনের উজান কালে ভুলে রইলাম মায়াজালে সময় থাকতে চিনলাম না । সখি গো যা হইবার হইয়া গেছে খেমা চাই বন্ধের কাছে মরণ সময় বন্ধের দেখা রমণ গোসাইর মন বাসনা ।