আমি কি করি উপায় গো সখি শ্যামরায় ।।
বাঁশির সাথে প্রাণনাথে প্রাণ লইয়া যায় ।।
যাক যাক প্রাণ সখি, কেমনে বন্ধুরে দেখি গো
মনে লয় উড়িয়া যাই, পাখা নাহি পাই গো
যে বনে বন্ধুয়া আছে চল সব যাই তার কাছে
মন গিয়াছে সেই পথে গৃহে থাকা হইলো দায় ।।
যেই সার সেই তার যুগেযুগে অবতার গো
শ্যামের সনে হবে দেখা রাধারমণ গায় গো ।।