রাধারমণ দত্ত রচিত গান নং ৭১৯

পিরীতে আমার চাইলোনা সখি কালিয়ার সোনা
পিরীতে আমায় চাইলো না ।।
সখি গো কাঠের সনে লোহার পিরীত জলে ভাসে দুইজনা
জলের সনে মীনের পিরীত জল ছাড়া মীন বাঁচেনা ।
সখি গো চণ্ডীদাস রজকিনী তারা প্রেমের শিরোমণি
তারা এক প্রেমেতে দুইজন মরে এমন মরে দুইজনা
সখি গো ভাইবে রাধারমণ বলে কালার প্রেমে চাইলো না
তোর সনে মোর সুরিত পিরীত তুই আমারে চিনলে না ।।