রাধারমণ দত্ত রচিত গান নং ৭২৯

বন্ধু তুই বড়ো কঠিন
অন্তরে জানাইছি বন্ধু আমায় বাসো ভিন ।।
হারে পত্র ছাড়া তমালবৃক্ষ রে, জল ছাড়া তার মীন ।
ওয়রে কৃষ্ণ ছাড়া শ্রীরাধিকা বাঁচবে কতেক দিন ।।
আর মধু ছাড়া কমল পুষ্প রে বন্ধু
ভমরায় বাসে ভিন ।
ওয়রে ছাড়াইলে ছাড়াইতায় পারো তোমার অধীন ।।
আর তোর পিরীতের জ্বালা রে বন্ধু সইমু কতেক দিন
ওয়রে তোমার পিরীতের জ্বালায় বনপোড়া হরিণ
আর ভাইবে রাধারমণ বলে রে বন্ধু
কলঙ্কে যায় মোর দিন ।
ওয়রে কি দোইষের কারণে বন্ধে আমায় বাসইন ভিন ।।