রাধারমণ দত্ত রচিত গান নং ৬৭৩

ও প্রাণসখি ললিতে কি জন্য আসিলাম কুঞ্জেতে ।।
কেন বা মুই কুঞ্জে আইলাম বৃথা আমি বসিয়া রইলাম শ্যামবন্ধের আশাতে
রজনী প্রভাত হইলো কুঞ্জে বন্ধু না আসিলো
নেও গো রাধা ফুলের মালা ভাসাই দেও নি জলে ।
ভাবিয়া রাধারমণ বলে বড়ই দুঃখ রইলো দিলে
নেও গো রাধা রত্নমালা পরাইও বন্ধের গলেতে ।।