রাধারমণ দত্ত রচিত গান নং ১৯৭

গৌর এসো আমার আসরে
বিনয় করি ডাকি গৌর তোমারে ।।
একবার আইসো আইসো বইলে ডাকি
দয়াল গৌর আসরে ।।
আমি অতি মূঢ় মতি
গৌর তোমারে করি স্তুতি
এই আসরে না আসিলে দোহাই তোমার শ্রীচরণে ।।
ভাইবে রাধারমণ বলে গৌর পড়িয়াছি ভবসাগরে
ভবসাগরে পড়িয়ে থাকি তরাইয়া নেও আমারে ।।