ভুবনমোহন শ্যামরুপ গো সখি দেখিতে সুন্দর
ঝলমল করে রুপ অতি মনোহর ।।
কদমতলে খেলা করে ষোলো সখি খাড়া থাকে চান্দমুখ চাইয়া ।
রবি শশী জিনি রুপ দেখিতে উজ্জল
মোহিত হইয়া দেখে ষোলো সখির দল ।
কপালে তিলক চান্দ জিনি তারাগণে
চিকুর জিনিয়া ছটা পড়িছে গগনে ।
হীন রাধারমণ কয় নাগর রসিয়া
ভুলাইলো কুলবধূ মুরলী বাজাইয়া ।।