আমায় পাগল করল শ্যাম কালিয়া রুপে আমায়
কুক্ষণে জল ভরতে গেলাম,
বিজলী চটকে শ্যাম নয়নে হেরলাম
আমার অঙ্গুলে হিলাইয়া শ্যামে কি বলিল গো।।
হায় বিধি যদি পাখা গো দিত
উইড়া গিয়া দেখতাম শ্যাম জীবনের মত
আমার শ্যামের সঙ্গে দেখা যদি না হইল গো।।
ভাইবে রাধারমণ বলে মানব জন্ম যায় বিফলে
এবার আমার মনের ব্যাথা মনে রইল না।।