রাধারমণ দত্ত রচিত গান নং ৩১০

আমার দুই নয়নে ঝরে গো বারি
যার জন্য কান্দিয়া মরি ।
চিকন কালায় বাজায় বাঁশি কদম্বতলে
ওরে মনে লয় তার সঙ্গে যাইতাম
কূলমান ত্যাজ্য করি ।।
শরম হইতে মরম ভালো
নবীন বন্ধুয়ার সনে কূলমান গেলো
তার তুষানলে জ্বলছে হিয়া ঘরে না বঞ্চিতে পারি ।
ভাবিয়া রাধারমণ বলে
লাগিয়াছে পিরীতে লেঠা কদম্বতলে
ও তার জলের ঘাটে কদমতলে
বস্ত্রহারা বংশীধারী ।।