রাধারমণ দত্ত রচিত গান নং ৪৩১

নয়ন ঠারে হেরো গো
সখি আঁখি ঠারে হেরো
নয়নে লাগাইয়া রুপ গোপনে রাখিও গো ।।
যদি চাও কুলমানের ভয় যাইওনা তার ধার ।
কিবা হারো কুলমান কিবা প্রাণে মরো গো ।।
ভাইবে রাধারমণ বলে রুপ আছে
আর এই রুপ সামান্য নয় চিনিয়া সাধন করো গো ।।