মনচুরা বন্ধুরে আজ কোনোমতে পাইনা দেখা
প্রাণ ললিতে ধৈর্য্য না মানে চিত্তে প্রাণনাথের বিরহেতে
যে জ্বালা দিয়েছো মোরে আমি রেখেছি সব জমা করে বিরহিনীর খাজতে
আমার জমা খরচ মিলন করে বাকী বুঝি রইলো শেষেতে
আদালতে আশ্রয় নিবো এক তরফা ডিক্রি পাবো
বাহির করবো গিরিপতারী ত্বরিতে
যেখানে তার সন্ধান পাবো এনে রাখবো হৃদয় জেলেতে
রাখিবো প্রেম কারাগারে বান্দিবো অনুরাগের ডোরে
দুইটি নয়ন প্রহরী তার সঙ্গেতে
রাধারমণ বলে সংকেতে শ্যাম বান্ধা রাধার প্রেমের ডোরেতে ।