হরি হইয়ে কেন বলো হরি
তোমার ভাব কিছু বুঝিতে না পারিবে গৌর চাঁন্দ
কেন বলো হরি ।
ব্রজলীলা সাঙ্গ কইরে, গৌর চাঁন্দ কেন আইলে
নইদা পুরে তুমি কি অভাবে হইলায় দন্ডধারীরে ।
গৌরচাঁন, হরি হইয়ে কেন বলো হরি ।
মুখে বলে রা রা, গোরার দুই নয়নে বহে ধারা
গোরার বুক ভেসে যায় দুই নয়ানের জলে রে ।
গৌরচাঁন হরি হইয়ে কেন বলো হরি ।
ভেবে রাধারমণ বলে, গৌরচাঁন পইড়ে আছি ভ্রান্তি মূলে
ভ্রান্ত চেতন কইরে সঙ্গে নেও আমারে রে গৌর চাঁন
হরি হইয়ে কেন বলো হরি ।।