বাঁশি রে কইরেছিলে কতই পুণ্য
বাঁশি রে তুই ধন্য ধন্য, কৃষ্ণ বিনা কভু থাকো না।।
তোর মত কৃষ্ণপ্রীতি জগতে আর দেখি না।।
বাঁশি রে, কোন সাধনে ও রে বাঁশি
কৃষ্ণকরকমলে বসি দিবানিশি কর আলাপনা।।
বাঁশি দেবাদিগন্ধর্ব ঋষি মুনি যার করে ভাবনা।।
বাঁশিরে জানো কি মোহিনী সদা উন্মাদিনী
বাঁশির ধ্বনি কর্ণে যায় শোনা।।
বাঁশি ত্রিজগতের মন আকর্ষি তোর গুণের নাই তুলনা।।
বাঁশিরে বাঁশি কি অমিয় নিধি
রাখেনা কারো বলবুদ্ধি
কোন বিধি করিল সৃজনা।।
বাঁশি হইতাম চাই সঙ্গের সঙ্গী
রাধারমণের এই বাসনা।।