রাধারমণ দত্ত রচিত গান নং ৮৬৩

রুপ সাগরে নিত্য-কমল ফুটিয়াছে নির্মল কায়
হায়রে মন মানুষ ধরা দায়।।
দলে উৎপত্তি মৃণাল, রুপে রসে ডগমগি অমৃত রসাল।
উলটা দলে বালামখানা, রসিকজনা জানে তায়
চন্দ্র সূর্যের গতি না চলে, গিরি গুহার অন্তরালে নিবৃত্তি স্থলে।
প্রেম বাতাসে উতলা, চটকে দামিনী প্রায়
প্রভু রঘু বলে পথ নিশানা, ডুবছে যদি ডুবে থাক আখি তুইল না।
তার সাক্ষী আছে পঞ্চানন, শ্রীরাধারমণে গায়।।