আমায় উপায় বলো এগো সই প্রেম করে প্রাণ গেলো
এগো আমি ভাবি রাত্রদিনে বন্ধু কোথায় রইলো ।।
দেহ হতে রসরাজ সিং কেটে প্রাণ নিলো
জনম ভরা পদ সাধলাম বন্ধে সঙ্গে নাই নিলো ।
আমার মতো কত দাসী বন্ধের দাসী হইলো
সুখের নৌকায় তুলিয়া বন্ধে সায়রেতে ভাসাইলো ।
জিয়ন হইতে মরণ ভালো মরণ মঙ্গলো ।
জনম ভরা কলঙ্ক রাধার জগতে রহিলো
রাধারমণ চান্দে বলে প্রেম করা কি ভালো
এ জনমের মতো বন্ধে আমায় ছাড়িয়া গেলো ।