রাধারমণ দত্ত রচিত গান নং ৬৮৮

কিনা দোষে তেজিলায় আমারে রে বন্ধু
কিনা দোষে তেজিলায় আমারে ।।
তুমি রইলায় দূরদেশে আমি রইলাম তোমার আশে
তুমি বন্ধে না চাইলায় ফিরিয়া রে ।
তিষ্টিতে না পারি ঘরে কোথা গেলে পাইমু তোরে
মুই অভাগী মরি যে ঝুরিয়া রে ।
প্রাণ কাড়িয়া নিয়া মোর সুখ যদি হয় তোর
থাক সুখে আমি যাই মরিয়া রে ।
প্রেমশেল বুকে দিয়া কি দোষে রইলায় ছাপিয়া
পাষাণে বান্ধিয়া তোমার হিয়া রে ।
তোমার পিরীতের দায় দেশে দশে মন্দ গায়
আমি শুনিয়া না শুনি সেই কথা রে ।
নিষ্ঠুর নিদয়া তুমি তোমার আশে রইছি আমি
তোর লাগিয়া সদায় ঝুরি রে
ভাবিয়া রাধারমণ বলে যে জ্বলিয়াছে প্রেমানলে
সে বিনে দুঃখ অন্যে বুঝে নারে ।।